-
- রংপুর, সদ্যপ্রাপ্ত সংবাদ
- নীলফামারীতে আবারো ৬ গরু চুরি
- আপডেটের সময় : ডিসেম্বর, ২৯, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
- 272 বার ভিউ
নীলফামারীতে একই রাতে পাঁচলক্ষ টাকা মুল্যের ৬ টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের অচিনতলা এলাকায় ঘটে । গরু গুলো মৃত অফিজ উদ্দিনের ছেলে মোঃ নুর আলমের ৫ টি ও পাশ্ববর্তী লক্ষীচাপ ইউনিয়ন মৃত আজিম উদ্দিনের ছেলে গ্রাম্য ডাঃ জালাল উদ্দিনের ১ টি গরু ।
জানাযায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বেধে নিজের শোয়ার ঘরে ঘুমাতে যান গরুর মালিক নুর আলম ও গ্রাম্য ডাক্তার জালাল উদ্দিন। আনুমানিক রাত দুই হতে আরাই টার সময় ঘুম থেকে উঠে দ্যাখেন গোয়াল ঘরের দরজা লাগানো অবস্থায় ছিল।পড়ে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পরেন তারা। কিন্তুু সকালে উঠে দ্যাখেন গোয়াল ঘরের দরজা খোলা।
নুর আলম বলেন আমার পাঁচটি গরুর একটিও নেই। গ্রাম্য ডাক্তার জালাল উদ্দিন বলেন আমার গোয়াল ঘরের একটি গরু, সেটিও নেই। বেশ কিছুদিন পূর্বে আমার গরু চুরি গেছিল। ঐ একটি গরু রেখে গেছিল আজ সেটিও চুরি করে নিয়ে গেছে চোরের দল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বার বার গরু চুরি যাওয়ায় এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।সেই সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গরুচুরি রোধ করতে না পারায় প্রশাসনের ভুমিকা নিয়ে সংশয় প্রকাশ করছেন।
সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও ইব্রাহিম তালুকদার গরু চুরি যাওয়ার বিষয় নিশ্চিত করেন। এ বিষয়ে কথা হলে নীলফামারীর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন আমি শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর