আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পৌছে দিচ্ছেন শ্রীমঙ্গলের ইউএনও

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারের শীতবস্ত্র (কম্বল) বাড়ি-বাড়ি গিয়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করছেন।

গতকাল (১৯ জানুয়ারি)  বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত  এলাকা’ সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জাম্বুরা ছড়ায় আশ্রয়ন প্রকল্প ও এর আশপাশে বসবাসরত ত্রিপুরা, সাঁওতাল সহ বিভিন্ন সম্প্রদায়ের ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ডা. নুজহাত ইয়াসমিন সঙ্গে ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এ উপজেলায় এমনিতেই অনেক শীত।

পাহাড়ি এলাকা হওয়াতে প্রচন্ড শীত দূর্ভোগ পোহাচ্ছেন দরিদ্ররা। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের শীতজনিত কষ্ট ও দুর্দশা লাঘবে প্রধানন্ত্রীর পক্ষ থেকে আশ্রয়নবাসীদের ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত উদ্যোগেও কম্বল বিতরণ করছেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!