আদিতমারীতে ৫ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড-- PIB71.TV/Lalmonirhat
আদিতমারীতে ৫ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড-- PIB71.TV/Lalmonirhat

আদিতমারীতে ৫ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড

 লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের সীমান্তে এলাকার থেকে ৫ জন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। পরবর্তীতে মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন আদিতমারী উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রওশাদ জান্নাত ।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বলেন চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ মে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা জনৈক জাহাঙ্গীর আলমের পুকুর পাড় হতে মাদক সেবন করা অবস্থায়  সরঞ্জামাদি সহ ০৫ জন কে  আটক করেছেন আদিতমারী থানা পুলিশ।
আটককৃত মাদক সেবীগন হচ্ছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার ছফুর উদ্দিনের পুত্র আবদার হোসেন (২২)  একই এলাকার মদন মোহন রায়ের পুত্র  মধুসূদন চন্দ্র (২৪)ওই এলাকার আফজাল হোসেন এর পুত্র শাহজামাল ( ২০) দক্ষিণ গোবধা এলাকার জামাল উদ্দিনের পুত্র ইয়াছিন আলী (২৫) একই এলাকার আঃ গফুর এর পুত্র মনজুরুল হক (২৩)  উক্ত মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রওজাতুন জান্নাত, প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মাদক সেবীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজা প্রাপ্ত আসামিদের  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!