পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে বসে থাকা প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমিনুলের মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাথাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক শামীমুর রহমান তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
খুলনা মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।