লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটোরিক্সা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
১৩ মে বিকাল ৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এস,আই মিজানুর রহমান, টিএসআই হায়াত আলী(ট্রাফিক ইউনিট, আদিতমারী) এএসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সম্ন্বয়ে আদিতমারী থানা ৭ নং পলাশি ইউনিয়নের মদনপুর মৌজাস্থ নামুড়ী টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট বসিয়ে অটোচালক আসামী ১। মোঃ সহির আলী(৪৫), পিতা-মোঃ সাকেত আলী, গ্রামঃ চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর অটোরিক্সা তল্লাশি করে অটোরিক্সার সামনের ও পিছনের সিটের ভিতর কালো রংয়ের কাপড়ের তৈরী থলি ও বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। এ সময় আরো ১ জন আসামী পালিয়ে যায়।
পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একটি মামলা দায়ের হয়েছে। আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এই প্রতিনিধিকে বলেন চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে সেই সাথে গ্রেফতার কৃত আসামী কে যথাসময়ে জেল হাজতে প্রেরণ করা হবে।