কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ২২

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। মধ্য আফ্রিকার এই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সাধারণ মানুষের একটি ক্যাম্পে এই হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। – রয়টার্স, আল জাজিরা, এএফপি। একজন সহায়তা কর্মী এবং অধিকার বিষয়ক সংগঠনের একজন নেতার বরাত দিয়ে সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরা। তবে হামলার ঘটনা কবে ঘটেছে সেটি জানানো হয়নি। কঙ্গোর রেডক্রসের কো-অর্ডিনেটর ম্যাম্বো বাপু ম্যান্স সোমবার এএফপি’কে জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর নিহত ২০ জনকে তাৎক্ষণিকভাবে দু’টি কবরস্থানে দাফন করা হয়। হামলায় আহত আরও দু’জন পরে মারা গেলে তাদেরও ওই কবরস্থানে দাফন করা হয়। এক সপ্তাহেরও কম সময় আগে দেশটির ইতুরি প্রদেশের ওই একই ক্যাম্পে হামলা চালিয়েছিল বন্দুকধারীরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!