ইতালির ভেনিসে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে নৈশভোজ

 

ব্যাুরো চিফ ইউরোপ :

ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। ভেনিসের মেস্রে পিয়াভে পার্কে খোলা স্হানে বসে ১৩ তম এ আয়োজন। ইতালিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের খাবার, সংস্কৃতি ও খেলাধুলায় মেতে উঠে সকলে ।

 

বাংলাদেশীদের হয়ে ভেনিস বাংলা স্কুল ও মুক্তির আলো সংগঠন সহ বিপুল সংখ্যক বাংলাদেশী এতে অংশ নেন। সে সময় বাংলাদেশী বিরিয়ানি সহ নানা ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয় । সে সময় কেরাম খেলায় মেতে উঠেন অনেকেই। হাজারো মানুষের উপস্থিতিতে ভেনিসে বসবাসরত অভিবাসীদের মাঝে মাতৃত্বের বন্ধন তৈরী করতে দীর্ঘ ১৩ বছর ধরে এমন আয়োজন চলে আসছে।

পাশাপাশি নিজ নিজ দেশের খাবার, পোষাক , খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন সকলের দৃষ্টি আকর্ষণ করে । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সহ শিক্ষিকা ও শিক্ষার্থীরা , ভেনিসের সাবেক সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি , স্হানীয় ওয়ার্ড কাউন্সিল , ইতালির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম কর্মীরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!