-
- সারাদেশ
- সাংসদ নির্বাচনে মানবতার শীর্ষে আওয়ামীলীগ নেত্রী শেখ মাসুদা খানম মেধা
- আপডেটের সময় : জুলাই, ২, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
- 62 বার ভিউ
জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের মেয়ে সাতক্ষীরা শ্যামনগরের পুত্রবধূ,সাবেক সভাপতি, রোকের হল ঢাকা বিশ্ববিদ্যালয়,উপদেষ্টা,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির মহিলা বিষয়ক সদস্য,ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা,সাতক্ষীরা-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বাক্যকে ধারণ করে দীর্ঘদিন থেকে নিজ দায়িত্বের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে মানবতার সেবক হিসেবে খ্যাতি অর্জন করেছেন শ্যামনগরের পুত্রবধূ শেখ মাসুদা খানম মেধা, তিনি এখন শ্যামনগর – কালিগন্জ মানুষের কাছে, দারিদ্র্য,অসহায়, অধিকার বঞ্চিত মানুষের আস্থার প্রতীক মেধা আপা নামে পরিচিত।
পেশায় তিনি ব্যাংকার ও রাজনীতিবিদ, ইতোমধ্যে তিনি নিজের বেতনের টাকায় অসহায় এক পঙ্গু,বেকার যুবক,অসহায় বিধবা,দারিদ্র পরিবার সহ অর্থ অভাবে লেখপড়া হতে ঝরে পড়া ছেলে মেয়েদের সহযোগিতা করে পুরো জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তিনি প্রতিবেদককে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চেয়েছিলো। তার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকাংশে বাস্তবায়ন করেছেন। এখনও ২/১টি যে কাজ রয়েছে তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তবেই সোনার বাংলা বাস্তবে রূপ নিবে।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুব ভাললাগে। সেই ভাললাগা থেকেই “মুজির বর্ষের অঙ্গীকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট দেশ গড়তে নিজের বুকের মধ্যে এ বাক্যকে ধারণ করে যেদিন থেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠনে যোগদান করেছিলাম সেদিন থেকেই সমাজের অবহেলিতদের জন্য কিছু করার চেষ্ঠা করছি। জীবনে যতোদিন বেঁচে থাকবো ততোদিন আমিআ এ কাজে নিজেকে জড়িয়ে রাখতে চাই।
শেখ মাসুদা খানম মেধা আরও জানান,আমার জাতীয় নির্বাচনের লক্ষ্যের মূল শ্লোগান, জননেত্রীর স্বপ্ন কেউ পিছিয়ে থাকবে না’। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে সুরক্ষিত, দূর হবে দারিদ্র, শিশু এবং নারীদের প্রতি থাকবে না কোনো বৈষম্য এবং বাংলার সব মানুষ শান্তি এবং সমৃদ্ধি ভোগ করবে।
বাংলাদেশ সরকার সেই লক্ষ্যে ছোট-বড় বিবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার ফল মূল বাংলার সকল প্রান্তের মানুষ ভোগ করতে শুরু করেছে। কিন্তু আমাদের সাতক্ষীরার শ্যামনগর কালীগঞ্জের উপকূলীয় এলাকায় অনেক মানুষ দুঃখ-কষ্ট নিয়ে বাস করছে, বিশাল এক জনগোষ্ঠী যাদের জীবনমানের উন্নয়ন আটকে আছে নানাবিধ সমস্যার মধ্যে,তাদের সামাজিক ও মানবিক ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করতে চাই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে প্রচেষ্টা, মাদকের বিরুদ্ধে মানবপাচারের প্রতিরোধে,বাল্যবিবাহ প্রতিরোধ দারিদ্র্য জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে অন্তত এ কথা বলাই যায়।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর