-
- সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
- আপডেটের সময় : জুলাই, ১৭, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
- 95 বার ভিউ
মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি :
জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপ জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পিটিআই ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ও একাডেমিক ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীর সভাপতিত্বে এই সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক দৌলতু উজ্জামান, গবেষণা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
সহ অন্যান্যরা।
নিত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন সহ এই প্রতিযোগিতায় ৪০ টি ইভেন্টে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সদরসহ পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ জন ছাত্র-ছাত্রী।
এ সময় জেলা প্রশাসক বলেন আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আজকে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা যেন ভালোভাবে চেষ্টা করে বিভাগ রাজধানী পর্যন্ত সব জায়গায় প্রথম স্থান করে আবারো ঠাকুরগাঁওয়ে ফিরে আসে।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র তুলে দেন।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর