ঝালকাঠিতে আশ্রয়ন প্রকল্পে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৮৫টি ঘর ও দলিলসহ হস্তান্তর

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দ অশ্রু : ভূমিহীনমুক্ত ঘোষণা
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

আশ্রয়ন প্রকল্পে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৮৫টি ঘর দেয়া হয়েছে ঝালকাঠিতে।জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘরের এ দলিল তুলে দেন উপকার ভোগীদের হাতে

 বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ এ ঘরের দলিল হস্তান্তর করা হয়। আর এর মাধ্যমে পুরো জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘরের এ দলিল তুলে দেন উপকার ভোগীদের হাতে। এ সময় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের অনুষ্ঠানমালাও সরাসরি সম্প্রচার করা হয়।
এদিকে বছরের পর বছর ধরে ঠিকানাহীন থাকা মানুষগুলো প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ এ ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাইতো সবার চোখেই ছিলো আনন্দঅশ্রু। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তারা।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!