চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে সকল সাংবাদিকের নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে ইস্পাহানী মোড় আলি আজম সড়ক চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ কার্যালয়ে সংঘঠনের সভাপতি সৈয়দ মিজান সমরকন্দীর সঞ্চালনায়, লায়ন মৌলানা ইউছফ সাহেবের সভাপতিত্বে রাত ৭ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা মিলাদ মাহফিল ফাতেহা মোনাজাত তাবরুক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা জনাব সাংবাদিক আবদুল মুবিন, প্রধান বক্তা ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ব্যুরো প্রধান জনাব শহিদুল ইসলাম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক শফিক, সাংগঠনের সাধারন সম্পাদক জনাব সেকান্দর আলম, সাংগঠনের সাংঘঠনিক সম্পাদক মাহমুদ হারুন, অর্থ সম্পাদক মৌলানা ইব্রাহিম, সাংবাদিক বিল্লাল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক আছমা আক্ততার রুপা,সহ মহিলা বিষয়ক সম্পাদক শায়েলা আক্তার ঝুমু, সাংবাদিক মুরাদ, সাংবাদিক রিয়াদ,সাংবাদিক সোহেল,সাংবাদিক জহিরুল ইসলাম বাবলু, সাংবাদিক হেলাল,সাংবাদিক রাজিব,সাংবাদিক সুমন, সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন, উপস্থিত বক্তারা বক্তব্যে বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

মূলত, ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!