-
- আর্কাইভ, ফিচার, সারাদেশ
- পাইকপাড়ার মানুষের স্বপ্ন পূরণ
- আপডেটের সময় : আগস্ট, ১৮, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ
- 234 বার ভিউ
মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন বর্তমান সরকারের আমলে ঠাকুরগাঁও সদরে এক হাজার কিলো মিটারেরও বেশি কাঁচা রাস্তা পাকা করা হয়েছে।
আর মাত্র হাতে গোনা দুই একটি সংযোগ রাস্তা পাকা করা বাকি আছে। আগামীতে আর কোন রাস্তা কাঁচা থাকবে না। দৃশ্যমান যে উন্নয়ন দেখছেন তা আওয়ামীলীগের আমলে হয়েছে। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। উন্নয়নের কথা চিন্তা করলে আওয়ামীলীগের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকেলে পটুয়া বাজার এলাকায় ফকদনপুর-রাণীশংকৈল বর্ডার রাস্তার উন্নয়ন কাজের ফলক উম্মোচন শেষে আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। আলোচনা সভায় রহিমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নুরুজ্জামান, উপজেলা সহকারী প্রকৌশলী মাবুদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।
স্থানীয়দের র্দীঘ দিনের দাবী ছিল কাঁচা রাস্তাটি পাকা করার। বর্ষা মৌসূমে চলাচলের অনুপযোগী হয়ে যায় রাস্তাটি। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ায় ভোগান্তিতে পড়েন।
অবশেষে দুই কোটি ৯৭ লাখ ব্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরের পটুয়া পাইকপাড়া রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন খুশি স্থানীয়রা।
রাস্তাটি ফকদনপুর পটুয়া বাজার থেকে পাইকপাড়া হয়ে জামালপুর বড়দীঘী পর্যন্ত দুই হাজার ছয়শত ষাট মিটার রাস্তার প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৭ লাখ।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর