নড়াইলপ্রতিনিধি: আজ সোমবার রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী।
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মিদের হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় দিনটি পালন উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্টিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস , সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামীরেিগর সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য খোকন সাহা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিনটি পালন উপলক্ষ্যে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলার তিনটি উপজেলায় আলাদা আলাদা কর্মসুচি পালন করছে।