-
- অপরাধ, চট্টগ্রাম, সারাদেশ
- দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস সহ কুখ্যাত মাদক সম্রাট মীর কাশেমকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম
- আপডেটের সময় : আগস্ট, ২৪, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
- 143 বার ভিউ
র্যাব-৭ চট্টগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকার একটি টিনশেড বসতঘরের ভিতরে বিক্রয়ের উদ্দেশ্যে আইস (ক্রিস্টাল মেথ) নামক একটি বড় চালানসহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৩ আগষ্ট ২০২৩ইং তারিখে বর্ণিত ঘটনাস্থলের বসত ঘরের সম্মুখে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি উক্ত বসতঘর হতে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মীর কাশেমকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ করে এবং নিজ মুখে স্বাকীর করে যে, তার বসতঘরের কাঠের আলমারির উপরে একটি শপিং ব্যাগের মধ্যে মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) নামক মাদক আছে।
তখন স্বাক্ষীদের সামনে ধৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উক্ত কাঠের আলমারি থেকে একটি শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় সর্বমোট ১ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে জব্দকৃত মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর