-
- জাতীয়, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- লালমনিরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান
- আপডেটের সময় : অক্টোবর, ৩১, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
- 218 বার ভিউ
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী ,এদিকে বিএনপি ও অন্যান্য সংগঠন কর্তৃক অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে লালমনিরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ৩১ শে অক্টোবর দিনব্যাপী বিভিন্ন স্থানে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে লালমনিরহাট জেলা সদর মিশন মোড়, মহেন্দ্রনগর বাজার, মোস্তফি, বড়বাড়ী, সেলিমনগর, আদিতমারী সাপ্টিবাড়ী, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, কাকিনা বাজার সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েনকৃত অফিসার ফোর্সদের ডিউটি তদারকি করেন। ডিউটি তদারকিকালে ডিউটিরতদের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও জনগণের জানমাল এবং নির্বিঘ্নে চলাচল করতে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল ইউনিট প্রধানদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা এবং সাদা পোশাকে নিয়োজিত অফিসার-ফোর্সদের অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর