যশোরের মণিরামপুরে অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

 

এইচ এম জুয়েল রানা যশোর প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে আলু বিক্রির দায়ে তিন ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে যশোরের মণিরামপুর কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে আলু বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভাই ভাই ভান্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডারের মালিক হানিফ আলী, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!