শ্রীমঙ্গলে যুবলীগের ৫১তম প্রতিষ্টাবার্ষিকী ও তারণ্যের জয়যাত্রা সমাবেশ

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপি-জামাতের হত্যা,ষড়যন্ত্র,অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে র্স্মাট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুবলীগ তারণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনীতে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি মো. ইমাম হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাবেল বাদশা, প্রচার সম্পাদক শের জাহান সেজু, দপ্তর সম্পাদক আব্দুল বারী বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোমিনুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টিটু আহমেদ, সভাপতি বেলাল আহমেদ, বদরুল মিয়া প্রমুখ।

 

এছাড়াও তারুণ্যের জয়যাত্রা সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, পৌর যুবলীগের সহ-সভাপতি  মো. কামরুল হাসান দুলন, নেপাল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,  ইউনিয়ন যুবলীগের আহŸায়ক শহিদুর রহমান শহিদ, সভাপতি নকুল, সাধারণ সম্পাদক রহিম মিয়া,  যুবলীগ নেতা আলী,   যুবলীগ নেতা মনির মিয়া,  কুটি মিয়া, সায়েক, বদরুল মিয়া, মামুন, নুরু, রিপন, সাদিকুল ইসলাম, কৃষক লীগের সদস্য সচিব হেলাল উদ্দিন ।

 

উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তহিদুল ইসলাম আকাশ, আবিদ হোসেন তানভীর, স্বেচ্ছাসেবক লীগের নেতা হিমেল, কদর আলী, তানভীর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!