কাচালং শিশু সদনের অধ্যক্ষ তিলোকানন্দ মহাথের ভান্তের মৃত্যু

 

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

কাচালং শিশু সদনের অধ্যক্ষ তিলোকানন্দ মহাথের ভান্তে আর নেই কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের।

বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের চিকিৎসাধীন অবস্থায় নিজ বিহারে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে মহাপ্রয়াণে শায়িত হন। শ্রদ্ধেয় ভান্তে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি পার্বত্য ভিক্ষু সংঘের ৪র্থ সংঘরাজ, এটিএনবাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত ও মায়ানমার সরকার কর্তৃক “অগ্রমহাপন্ডিত” এ ভূষিত হন।

তিনি অনাথ ও অসহায়দের সহায়ক ছিলেন। পরম পূজনীয় ভান্তে মহাপ্রয়াণের আগ পর্যন্ত ধর্ম প্রচারের পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ওনার মৃত্যুতে বাঘাইছড়ি একটি উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

গুরুভান্তের মহাপ্রয়াণে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং পৌর মেয়র জমির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!