মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে স্মার্ট বর্তমানে স্মার্ট কারিকুলাম এর বাস্তবায়ন কাজ করতে হবে : চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট

নগরীর উত্তর পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।

 

এসময় তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মকে গড়ে তুলতে কর্মমুখী- বাস্তব পরিমার্জিত রুপান্তরিত নতুন কারিকুলাম বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।শিশুর মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

কাঠগড় কে-স্কার ২ হলে আদর্শ শিক্ষক ফোরাম চট্রগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম ,আইডিয়াল স্কুলের সভাপতি মোঃ আলী আকবর, কেয়ার মহাসচিব ও শিক্ষাবিদ এম নজরুল ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি ও সানমুন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মল্লিক ।

 

আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ এস এম দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠক মোঃ নেতার মিয়া আজিজ, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক‌ মু‌ঃ বাবুল হোসেন বাবলা, শিক্ষীকা সাদিয়া ইসলাম , শিক্ষক স্বপন মিয়া , শিক্ষক মো: মহসিন জুয়েল, শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!