ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত

বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিন রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বেলে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কন্সটেবল হুমায়ুন কবীর ও মামুনুর রশীদ আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নানুহার গ্রামের হাসান আলীর ছেলে শামিম আহাম্মেদ মল্লিকপুর বলাইহাট গ্রামের মতিয়ার রহমানে ছেলে আসাদুল ইসলাম ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম। রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি, পুলিশকে আহত করা, রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে জামায়াত বিএনপির ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ এবং আরো কিছু অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামী করে পীরগঞ্জ থানার এসআই হামিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!