ন্যানো বিজ্ঞানী ডাক্তার সাইদুর রহমানের মাতৃভূমিতে মিলনমেলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নংরামভদ্রপুর ইউনিয়নের বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুলপুরের কৃতি সন্তান ড. সাইদুর রহমানের বাড়িতে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ৬ নভেম্বর তিনি তার গ্রামের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামতে আসলে এলাকার অসহায় দরিদ্র ও নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ড. সাইদুর রহমান ৪ নভেম্বর দেশে আসেন। তার সাথে সাক্ষাতে জানা গেছে, তিনি বাংলাদেশে একমাস অবস্থান করবেন তারই ধারাবাহিকতায় আজ সোমবার (৬ নভেম্বর) তাহার নিজ বাড়িতে এলাকার মানুষের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় তার বৃদ্ধ পিতামাতাসহ মৃত আত্মীয় স্বজনের রূহের মাগফিরাত উপলক্ষে এক দোয়া করা হয়। এতে উনার পিতা আব্দুল হাকিম, খালু বগুড়া জজ কোর্টের উকিল এড. আব্দুর রাজ্জাক, আজহারুল হক, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, মোফাজ্জল হোসেন,ফুলপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর প্রতিনিধি জনাব নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক দৈনিক সবুজ পত্রিকার প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি এম এ মান্নান, সাংবাদিক সেলিম রানা, বাহার উদ্দিন, নূর হোসেন খান , জুয়েল রানা,উজ্জ্বল চৌধুরী প্রমুখ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!