আরও এক নারী ক্রিকেটার করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপ বাছাই পর্ব খেলে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী দলের আরও এক ক্রিকেটার। প্রথমে দুজন শনাক্ত হয়। দুজনেই আক্রান্ত হন কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে। মঙ্গলবার বাংলাদেশ নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, আগের দুজন ওমিক্রনে আক্রান্ত হলেও এবার পজিটিভ হওয়া ক্রিকেটার ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তৌহীদ বলেছেন, “প্রথমে যে দুজন আক্রান্ত হয় তার দুই বা তিন দিন পর আরেক সদস্যের কোভিড শনাক্ত হয়। যদিও সে ওমিক্রন নয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। কোভিড আক্রান্ত হওয়া দলের তিন সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও তাদের অবস্থা শারীরিক স্বাভাবিক রয়েছে। তাদের হাসপাতালে রাখার কারণ, বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিসহ রাষ্ট্রীয় অতিথিরা উঠবেন বলে তিন সদস্যকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। আর যাদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে তাদের বিসিবি একাডেমিতে রাখা হয়েছে।”

আফ্রিকা মহাদেশে কোভিডের নতুন ধরণ ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বকাপ বাছাইয়ের মাঝপথে দেশে ফিরে বাংলাদেশ দল। গত ১ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই একটি হোটেলে আইসোলেশনে রাখা হয় গোটা দলকে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!