-
- জাতীয়, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- সরিষাবাড়ীতে সরকারী সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময়
- আপডেটের সময় : নভেম্বর, ১৪, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
- 209 বার ভিউ
রাইসুল ইসলাম খোকন, সরিষিবাড়ী প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সকল ভাতাভোগীদের নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি সচেতনতামূলক ও মতবিনিময় সভা করেছেন।
উপজেলা প্রশাসন ও পোগলদীঘা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পশ্চিম বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ও অন্যান্য কার্ডধারীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পোগলদীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী ও বীর মুক্তিযোদ্ধা এড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার,
সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও চতুর্থবারের মত প্রধানমন্ত্রী করতে হবে। তিনি এ আসনে যাকেই নৌকা দিবেন তাকেই আমরা জীবন দিয়ে যুদ্ধ করে বিএনপি জামায়াতকে পরাজিত করে, ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর