বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন। আটক ব্যক্তিরা গাইবান্ধা জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুদ রানা ও দেলোয়ার মেয়ে দিশা। মাসুদ রানা ওই মসজিদের ইলেকট্রিসিয়ানের কাজ করেন।
খবর পেয়ে সেখানে সাংবাদিকরা গেলে মাসুদ রানা ও দিশা জানান, ৯ম শ্রেণিনে পড়াশোনাকালীন থেকে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে মনোমালিন্য হলে মাসুদ রানা তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন। বন্ধুর মাধ্যমে মাসুদ রানার খোঁজ পেয়ে দিশা গাইবান্ধা থেকে ট্রেনে করে রাতে ঠাকুরগাঁওয়ে আসেন ও ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদের ভেতরে ঢুকলে মাসুদ রানাকে দেখতে পায় দিশা। পরে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে এমন কাজ জঘন্যতম অপরাধ। তাদের শাস্তি হওয়া উচিত।
এসআই আল আমিন বলেন, নির্মাণাধীন ওই মসজিদের ভেতরে রাতে বেলায় দু’জন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় স্থানীরা তাদের আটক করে। ৯৯৯ এ কলের মাধ্যমে এমন খবর পেয়ে সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।