-
- জাতীয়, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেটের সময় : নভেম্বর, ২৩, ২০২৩, ২:৫৬ অপরাহ্ণ
- 366 বার ভিউ
ঠাকুরগাঁওয়ে ১৩ পিস ইয়াবা সহ ফয়সাল আল মজিদ মৌসুম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া পৌরপার্ক সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী ফয়সাল আল মজিদ সদর উপজেলার হরিহরপুর এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে। তিনি শহরের ইসলামবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলার বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া পৌরপার্ক সংলগ্ন এলাকা দুজন লোক মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে।পরে এসআই মাহাবুব,এসআই জাহাঙ্গীর ও এসআই মাহাবুবুল আলম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ধৃত আসামিকে আটক করি। এসময় আসামির শরীর তল্লাশি চালিয়ে তারা নিকট থেকে ১৩ পিস ইয়াবা আটক করে (যার আনুমানিক মূল্য ৩৯০০ টাকা) এবং সঙ্গে থাকা অপর আসামি শামীম হোসেন (৪৫) পালিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার এসআই আরিফ মাহমুদ আপেল জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর