রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
পানছড়িতে গত ১১ ডিসেম্বর সেনা মদদপুষ্ট ঠ্যাঙারে নব্যমুখোশ সন্ত্রাসীদের হামলায় শহীদ বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার স্মরণসভা শুরু হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ স্মরণসভার আয়োজন করেছে।
আজ ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার সকাল সাড়ে ১০টায় ‘উইশ্যাল ওভার কাম…’ গানটি কোরাস গেয়ে পতাকাবাহী চৌকস টিমের মাধ্যমে পাটির পতাকা উত্তলনের মাধ্যমে স্মরণসভা শুরু হয়। স্মরণসভায় সভাপতিত্ব করছেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা।
অনুষ্ঠান মঞ্চের ব্যানার শ্লোগান হচ্ছে “শহীদের রক্ত স্নানে পানছড়ি হবে দালাল মুক্ত, সরকারপন্থী চর, গণশত্রু, খুনীদের হটাও”।
পতাকাবাহী চৌকস টিম দলীয় সঙ্গীতের মাধ্যমে পাটির পতাকা উত্তলন করেন। দলীয় সঙ্গীত গাওয়ার পরে পতাকায় স্যালুট প্রদান করে পতাকাটি অর্ধনমিত করা হয়। তারপর বিপুল সুনীল, লিটন, রুহিন সহ পার্বত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্বস্বাশনের আন্দোলনে এযাবত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে সাইরেন বাজিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অপর্ন করেন ইউপিডিএফ এর কেন্দ্রিয় সদস্য উজ্বল স্মৃতি চাকমাসহ ইউপিডিএফ নেতৃবৃন্দ, ইউপিডিএফভুক্ত সংগঠনসমূহের নেতৃবৃন্দ, দেশের প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার জনগণ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
স্মরণসভায় ঢাকা, চট্টগ্রাম থেকে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত রয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকা জনপ্রতিনিধিসহ তিন সহস্রাধিক লোক সভায় অংশগ্রহণ করেছেন।
স্মরণসভায় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন।
অনুষ্ঠান সফল করতে গতকাল থেকে স্বেচ্ছাসেবক, এলাকার জনগণ অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শহীদ বিপুল, সুনীল, লিটনের বিভিন্ন কর্মকাণ্ডের ছবিও প্রদর্শন করা হয়েছে। এছাড়া সরকারি দালালদের ছবিসহ কুশপুত্তলিকাও প্রদর্শন করা হচ্ছে।
ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।