-
- সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- নোয়াখালী মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে বিদায় সংবর্ধনা
- আপডেটের সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
- 140 বার ভিউ
নোয়াখালীতে জেলা মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ে নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী মোঃ নাজিমুল হায়দার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোন্তাতাজুল করিম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেমসহ নোয়াখালী জেলা ইউনিট ও বিভিন্ন উপজেলা ইউনিটের অসংখ্য বীর মুক্তিযোদ্ধাগন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী, মোঃ নাজিমুল হায়দার বলেন, নোয়াখালীতে কর্মরত অবস্থায় সর্ব সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে থাকতে পেরে আনন্দ অনুভব করতে পেরেছি। অধিকার বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চেষ্টা করেছি। বীর মুক্তিযোদ্ধাগন জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমি নিজেও বীর মুক্তিযোদ্ধা সন্তান। এজন্য আমি নিজেও গর্বিত।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী, মোঃ নাজিমুল হায়দারের কাছ থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধাগন অনেক বেশি সহযোগিতা পেয়েছি। তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন যা সত্যি দুঃখের বিষয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ সকল অতিথিদের মাঝে মিষ্টান্ন খাবার বিতরণ করা হয়েছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর