চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা’র অভিষেক অনুষ্ঠান সম্পূর্ন

 

আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার ৪৩ বছর পার করলো সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) চট্টগ্রাম নগরীর আগ্রবাদ রাজপ্রাসাদ কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক ও সাংস্কৃতিকের উদযাপন করেছে সংগঠনটি।
এতে সভাপতিত্বে করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
এতে আরও উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, দৈনিক জাতীয় অর্থনীতি পএিকার সম্পাদক এম জে কিবরিয়া চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনিবাহী সভাপতি শাজাহান মোল্লা, মহাসচিব কামরুল ইসলাম, সহকারী মহাসচিব আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মো. খায়রুল ইসলাম,নাছির আহম্মদে খান।

এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।

এতে আরও উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সিনিয়র সহ সভাপতি লায়ন মাওলানা ইউসুফ, সহ সভাপতি, জিন্নাত আলী,সহ সভাপতি মোহাম্মদ হাসান,সেকান্দর আলম,জাফরুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক ফোরকান সিকদার, জাহাঙ্গীর আলম , মোহাম্মদ হাসান, মাহবুবুল আলম, অর্থ সম্পাদক শেখ আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, মোশাররফ হোসেন, লিটন, এবি এম সিদ্দিক কায়সার, নজরুল, মনিরুল,ইয়াছিন, বিল্লাল , গোলাম মোহাম্মদ, ইসরাত জাহান,দিদার, জালাল উদ্দীন সহ জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃত্ববৃন্দ।

এতে সঞ্চালনা করেন দিলরুবা খানম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!