ট্রাক চাপায় শিশু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী মডেল থানা এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে পথচারী শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি মোঃ নাসির’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ১২ মে নাবালক শিশু রাইসা ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেইনে কাজিরদিঘী এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো-ট-১১-৩৪২২ নম্বরের একটি ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে রাইসা’কে গুরুত্ব ও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং হাইওয়ে থানা পুলিশ ভিকটিম রাইসা’কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রাইসা’কে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় নিহত রাইসা এর আপন চাচা মোঃ আজহার উল্যাহ হাজারী বাদী হয়ে ফেনী মডেল থানায় উক্ত ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম পলাতক আসামি’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে,
মামালার প্রধান আসামি ট্রাক চালক মোঃ নাসির ফেনী মডেল থানাধীন কাজিরবাগ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৫ মে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ নাসির (৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসাামি’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে ঢাকা মেট্রো-ট-১১-৩৪২২ গাড়ীর চালক এবং গত ১২ মে ২০২৪ইং তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামী লেইনে কাজিরদিঘী নামকস্থানে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে রাস্তা পারাপারের সময় ভিকটিম শিশু রাইসা (০৮) এর মৃত্যু ঘটিয়েছে বলে স্বীকার করে এবং ঘটনার পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!