বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দেশের পরিবেশ শান্তি-শৃঙ্খলা ও জনগনের জান মালের নিরাপত্তার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস ড. জালাল মতলব উত্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার ৮ আগষ্ট সকালে উপজেলার লুধুয়া আহম্মদিয়া (সা:) দাখিল মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল আহাম্মদ। তিনি বলেন, দেশের সকল সরকারি স্থাপনা আমার, আপনার,সকলের। তাই দেশের শান্তি-শৃংখলা,সম্পদ ধর্মীয় এবং সামাজিক সম্পৃথি রক্ষায় দায়িত্বও আমাদের সকলের। আমাদের দায়িত্বশীল আচরনেই দেশের পরিবেশ শান্তিপূর্ণ করে তুলবে। আমরা আর কোন সংঘাত ও অরাজকতা চাইনা। আর এই অরাজকতা সৃষ্টিকারী সৈরাচার শেখ হাসিনা সরকার। আমাদের এখন উচিত মানুষের জান মাল রক্ষা করা এবং দেশ টিকিয়ে রাখা।
তিনি আরও বলেন, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বোগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থত্যা দান করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসেন। তাছাড়া সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। কারন তাদের কারনেই আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলস বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আহমেদ স্বপন, তোফায়েল পাটোয়ারী, মতলব দক্ষিন পৌর বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিটু, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নোমান, লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী, সাইফুল ইসলাম বাবু, নাছির উদ্দীন মৃধা, সদস্য আল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা, সদস্য সচিব জয়নাল আহাম্মদ পিনু, সিনিয়র আহবায়ক সবুজ আল ফালাক, পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।