ভেনেজুয়েলায় ১০ দিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) নিষিদ্ধ করা হয়েছে। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এটি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এ নিষেধাজ্ঞা চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে নিকোলাস মাদুরো বলেন, ভেনেজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেল এ সংক্রান্ত একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে। এতে তিনি স্বাক্ষর করেছেন।
তিনি জানান, ওই প্রস্তাবনায় ১০ দিনের জন্য এক্সের কার্যক্রম বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে।
এক্সকে কেন্দ্র করে গত কদিন ধরে মাদুরো ও ইলন মাস্ক পরস্পরকে কটাক্ষ করছেন। এমনকি এ রেষারেষির এক পর্যায়ে মাদুরোকে গাধার সঙ্গে তুলনা করেছেন ইলন মাস্ক।
এদিকে, ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাদুরো। তার মতে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত এবং বিক্ষোভের পেছনে ইন্ধন জোগাচ্ছেন তিনি।
এক্সের ওপর সাময়িক এ নিষেধাজ্ঞা ভেনেজুয়েলায় আরেকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ওপর আঘাত। এর আগে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার জন্য সমর্থকদের আহ্বান জানান মাদুরো। বিকল্প হিসেবে টেলিগ্রাম ও উইচ্যাট ব্যবহার করতে পরামর্শ দেন তিনি।