ব্রাজিলকে কাঁদিয়ে ফুটবলের সোনা জিতে নিল যুক্তরাষ্ট্র

১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল ব্রাজিল। প্রতিপক্ষ মেয়েদের ফুটবলে সর্বোচ্চ সোনাজয়ী যুক্তরাষ্ট্র। এই ফাইনাল ব্রাজিলের মেয়েদের জন্য শুধু ইতিহাস গড়ারই ছিল না, ছিল প্রতিশোধেরও।

 

কিন্তু ফের ব্যর্থ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে মেয়েদের অলিম্পিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল যুক্তরাষ্ট্র।

 

শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ম্যালোরি সোয়ানসন জয়সূচক গোলটি করেন।

 

ফাইনাল হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। সেই সঙ্গে অপ্রাপ্তি নিয়েই ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!