সিরাজগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২ জন নারী মাদক কারবারি গ্রেফতার

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা। মঙ্গলবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল  রাত ১১ টারদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন, চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’ একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২ নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
এছাড়া তাদের কাছ থেকে  মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ ৮০০ শত টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব আরো জানায়, দুই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর থানার, নন্দীপুর গ্রামের, মোতালেব হোসেনের স্ত্রী মোছাঃ তানজিলা (৩৯) এবং ফকিরপাড়া ধরেন্দা গ্রামের, মো: হানিফের স্ত্রী  মোছা: গুলশান আরা (৪২)।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র  অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার, মো: উসমান গণি।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!