সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের সক্রিয় চারজন সদস্য গ্রেফতার ও একটি ডায়ানা পিকআপ গাড়ি উদ্ধার

প্রেস রিলিজ:

গত ০৯/০৯/২৪ খ্রি. রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকা থেকে ১০:০০ ঘটিকার মধ্যে যে-কোনো সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল এলাকায় অবস্থিত ম্যাচ ফ্যাক্টরির সামনে পুষ্টি ডিস্ট্রিবিউটর কোম্পানির অফিসসংলগ্ন দরবার কমপ্লেক্স সিরাজ বিল্ডিংয়ের সামনের পার্কিংস্থল থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি ডায়ানা পিকআপ গাড়ি চুরি করে নিয়ে যায় মর্মে গাড়িটির মালিক মোঃ আবুল হোসেন চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিন, এসআই (নি.) মোঃ ইমদাদ হোসেন চৌধুরী ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নি.) মোঃ আলী বিন কাসিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাঁড়াশি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ কামরুল মিয়া (৩৭), ২। মোঃ খোরশেদ আলম প্র. আলিম (৪৩), ৩।

মোঃ শহীদুল করিম (৩৫) ও ৪। মোঃ গোলাম হোসেন প্রঃ সাইদী (২৯)-দেরকে আজ ২৬/০৯/২৪ খ্রি. (২৫ সেপ্টেম্বর দিবাগত) রাত ০৩:১৫ ঘটিকায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করেন এবং চুরি হওয়া ডায়না পিকআপ গাড়িটি গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!