এক্সপ্রেসওয়ের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার

প্রেস রিলিজ:

এক্সপ্রেসওয়ের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিএমপির বিশেষ টহল; ছুরি ও মোটরসাইকেল জব্দ।

বন্দর থানার এসআই (নি.) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানা এলাকায় টহল ডিউটি করাকালে আজ ০২/১১/২৪ খ্রি. ভোর ০৫.০০টার সময় ওয়্যারলেস বার্তার মাধ্যমে সংবাদ পান যে, বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে অবস্থিত পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা করার উদ্যোগ গ্রহণকালে হাইওয়ে মোবাইল-১ এ ডিউটিরত নায়েক প্রেম কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেন।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে নায়েক প্রেম কুমার ধৃত আসামি ১। আরিফুল ইসলাম ইমন (২১), ২। মোঃ আরমান (২০) ও ৩। মোঃ রাসেল (২১)-দেরকে বন্দর থানার টহল পুলিশের কাছে হস্তান্তর করেন। ধৃত আসামিদেরকে ঘটনাস্থলে অবস্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদ্বয়ের সম্মুখে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের দেহ তল্লাশিকালে ধৃত আসামি আরিফুল ইসলাম ইমনের দখল থেকে (i) একটি স্টিলের ধারালো ছুরি যা বাটসহ লম্বায় ০৯ ইঞ্চি এবং ৩ নং আসামি মোঃ রাসেলের দখল থেকে দস্যুতা সংঘটনের কাজে ব্যবহৃত (ii) ০১টি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধারপূর্বক ভোর ০৬.২০ ঘটিকায় জব্দ করেন।

ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদেরকে বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে মর্মে স্বীকার করে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!