পিটিয়ে হত্যার ঘটনার প্রধান দুই হোতাকে গ্রেফতার

প্রেস রিলিজ:

পিটিয়ে হত্যার ঘটনার প্রধান দুই হোতাকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

গত ০৮ আগস্ট ২০২৪ খ্রি. খুলশী থানাধীন দুই নম্বর গেট কবরস্থানের পাশে ইসলাম বিটু (২৫), পিতা- মৃত ফুল মিয়া, মাতা- মোছাঃ বিউটি বেগম, সাং- ছোট গয়েসপুর, ছাত্তার ডাক্তারের বাড়ি, ০৮নং ওয়ার্ড, ০৯ নং বনগ্রাম, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা, বর্তমানে-বার্মা কলোনি, সুলতানের বাড়ি, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম এর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে খুলশী থানায় মৃতের মা মোছাঃ বিউটি বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় হত্যামামলা দায়ের করেন।

আজ ০৭ নভেম্বর ২০২৪ খ্রি. ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার এসআই জামাল উদ্দিন, এসআই নুরুল ইসলাম দীপু ও সঙ্গীয় ফোর্স ঘটনায় জড়িত দুইজন তদন্তেপ্রাপ্ত আসামি ১।

গাজী মোঃ আলমগীর প্র. আলম (৩৫) এবং ২। মোঃ জানে আলম (৩৩)-কে গ্রেফতার করেন। আলমগীর পেশায় নাইটগার্ড ও জানে আলম শ্রমিক।

আসামিদের গ্রেফতারপূর্বক থানায় এনে জিজ্ঞাসাবাদকালে আসামিদ্বয় মামলার ঘটনার তারিখ ও সময়ে অপরাপর আসামিদের সাথে জড়িত থেকে ভিকটিমকে পিটিয়ে হত্যা করেছে মর্মে স্বেচ্ছায় স্বীকার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ভিকটিম ইসলাম বিটুকে তারা ছিনতাইকারী ও চোর সন্দেহে ৮ আগস্ট ভোর ৬:৩০টায় ধাওয়া করে। ইসলাম বিটু পালাতে চাইলে প্রথমে ২ নং গেইটসংলগ্ন ড্রেনে, দ্বিতীয় দফায় পার্শ্ববর্তী নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর রোড ডিভাইডাররের লোহার অ্যাংগেলের সাথে বেঁধে ও সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে মারধর করে হত্যা করে।

এই ব্যাপারে গ্রেফতারকৃত আসামিদ্বয় আজ বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার সাথে নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!