সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযানে লুণ্ঠিত ৭২ কার্টন মেরিস সিগারেট উদ্ধার ও দুইজন আসামি গ্রেফতার।

গত ১০/১১/২৪ খ্রি. সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ১০০ কার্টনভর্তি ২০০০ প্যাকেট মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

পরবর্তীতে তিনি সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি গাড়ির চালকের সামনে এসে তাকে ঘিরে ফেলে। বাদী কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে।

চালক রাজি না হওয়ায় একজন আসামির হাতে থাকা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে এবং অন্যরা তাকে উপরে তুলে আছাড় মেরে ফেলে দেয়।

এতে চালকের মাথা ফেটে যায়। একপর্যায়ে আসামিরা ভ্যানগাড়িতে থাকা১০০ কার্টন মেরিস সিগারেট জোরপূর্বক ছিনিয়ে নেয়।

সংবাদ পেয়ে বায়েজিদ বোস্তামী থানার একটি টহল টিম ও অভিযানিক টিম পশ্চিম শহীদনগর এলাকায় আজ ১২ নভেম্বর ভোর ৫:০০টায় অভিযান পরিচালনা করে বাদীর লুণ্ঠিত ৭২ কার্টনভর্তি ১৪৪০ প্যাকেট মেরিস সিগারেট উদ্ধার করেন এবং আসামি ১) মোঃ ইউসুফ (২৬) ও ২) রবিউল হাসান প্রঃ রবিন (২২)-কে গ্রেফতার করে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!