খুলশী থানায় আসামী সেলিনা আক্তার আফিয়া এর বিরুদ্ধে এজাহার

নিজিস্ব প্রতিনিধি :

গত ইং- ২১/০১/২০২৫ তারিখ বাদী মোঃ মাহবুবুর রহমান খুলশী থানায় আসামী সেলিনা আক্তার আফিয়া এর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, আসামী সেলিনা আক্তার আফিয়া অনুমান ০১ মাস ১৫ দিন (দেড়মাস) পূর্বে হতে বাদীর বর্তমান বাসায় গৃহপরিচারিকা হিসাবে কাজ করার সুবাদে ইং ০৯/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:১০ ঘটিকার সময় বাদী আসামীকে বাসায় রাখিয়া তাহার স্ত্রী সন্তান সহ ঘুরতে বের হয়।

ঘুরাফেরা শেষে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বাদীসহ তাহার পরিবারের লোকজন বাসায় আসিয়া দেখেন যে, আসামী সেলিনা আক্তার আফিয়া আলমারির ড্রয়ের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও আলমারির ড্রয়ারে রাখা বাদীর স্ত্রীর ০১ জোড়া স্বর্ণের বালা, ওজন অনুমান-২.৫ ভরি, মূল্য অনুমান- ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ০৩টি স্বর্ণের গলার সেট, ওজন অনুমান- ১২.৫ ভরি, মূল্য অনুমান- ১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সর্বমোট চোরাই মূল্য অনুমান- ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা চুরি করিয়া নিয়ে পালাইয়া গিয়েছে। বাদীর উক্তরুপ এজাহারের ভিত্তিতে খুলশী থানার মামলা নং-০৮, তারিখ: ২১/০১/২০২৫ খ্রি. ধারা-৩৮১ পেনাল কোড রুজু করা হলে এসআই (নিঃ) রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইং- ২২/০১/২০২৫ তারিখ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং এর কোয়াংছড়ি পাড়ায় অভিযান পরিচালনা করিয়া আসামী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ সহ তাহার দখল হইতে চোরাইকৃত ০১। ০১টি স্বর্নের ব্রেসলেট, ২। স্বর্ণের বালা ০২ টি, ৩। স্বর্নের গলার হার ০১ টি, ৪। স্বর্নের কানের দুল ০২টি, ৫। স্বর্ণের চেইন ০২ টি, ৬। স্বর্নের গলার চিক ০১টি, ৭। স্বর্নের কানের দুল পুতিসহ ০২ টি, ৮। স্বর্নের কানের দুল গোলাকার ০২ টি, ৯। স্বর্নের রিং ০৩টি, সর্বমোট ওজন অনুমান ১২.৫ ভরি, ১০। নগদ ১৮,০০০/- (আঠার হাজার) টাকা, উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!