এমপি কমিশনার মহাদয়ের নেতৃত্বে থানা পুলিশ

জেলা প্রতিনিধি মো আসিফ

এমপি কমিশনার মহাদয়ের নেতৃত্বে থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম কর্তৃক হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে ১ জন ভিকটিম উদ্ধারসহ ২ জন ডাকাত সদস্য গ্রেফতার।

অদ্য ইং ০৪/০২/২০২৫ ইং তারিখ সকাল ১০.৪৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন ওআর নিজাম রোড় আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পার্শবর্তী ভবনের ২য় তলায় হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে ডাকাতি করাকালে ডাকাত সদস্য আসামি ১। মো: বায়েজিদ শেখ(১৯) ও উক্ত ঘটনার নেতৃত্বদানকারী ২। মো: আকাশ(২৫) দ্বয়কে গ্রেফতার করে এবং এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আসামি ৩। সাব্বির (১৯) ও রিয়াদ (২০) দ্বয় পালিয়ে যায়।

পলাতক আসামি সাব্বির ওই ভবনের মালির কাজ করে এবং পলাতক আসামী রিয়াদ পূর্বে ওই বাড়িতে গৃহ পরিচারকের কাজ করতো। পুলিশ বিশেষ কৌশলে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বাড়ির মালিক ভিকটিম লোকমান সাহেবকে উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!