সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নির্বাচনী বোর্ড গঠন

এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিনকে চেয়ারম্যান করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভারশান ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের ৩ সদস্যের নির্বাচনী বোর্ড ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী বোর্ডের অপর দুই সদস্য হলেন নিয়াজ আলী চিশতি এবং মোস্তাক আহমেদ বিপ্লব। তারা সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। রোববার সংগঠনটির সভাপতি মনরঞ্জন বখত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এছাড়াও এফবিসিসিআই সাবেক পরিচালক আনোয়ার হোসেনকে চেয়ারম্যান করে তিন সদসস্যের নির্বাচনী আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডের অপর সদস্যরা হলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ ইসহাক হোসেন সুইট এবং আমির হোসেন নুরানী।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!