দৈনিক পূর্বকোণের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম: 

দেশসেরা আঞ্চলিক দৈনিকের স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণের ৪০ বছরে পদার্পন অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৈনিক পূর্বকোণ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগর জামায়াতের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে ড. আ জ ম ওবায়েদুল্লাহ দৈনিক পূর্বকোণ পরিবারকে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক জাসির চৌধুরী, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, চিফ রিপোর্টার সাইফুল আলম, ইউনিট প্রধান মিরাজ উদ্দিন রায়হান প্রমুখ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!