বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহনগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালিক, কোষাধক্ষ্য ডা. তৈয়ব সিকদার, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, ইফতেখারুল হক চৌধুরী।
সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার বিভাগী দায়িত্বশীল মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফখরে জাহান সিরাজী, আহমদ খালেদুল আনোয়ার।