চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) টিভি ইউনিটের ডেপুটি চীফ ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের (টিসিজেএ) সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের পিতা শ্রী মৃদুল কান্তি দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিইউজে নেতৃবৃন্দ। শনিবার (১ মার্চ) এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতা হারিয়েছেন। সাংবাদিক দীপঙ্কর দাশের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন এ কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ। মৃদুল কান্তি দাশ
বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন মৃদুল কান্তি দাশ। পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়ায় শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।