চট্টগ্রামে যুবলীগ নেতা মাহাবুবর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় যুবলীগ নেতা মাহাবুবর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাহাবুবর রহমান তার প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।

স্থানীয়রা জানান, মাহাবুবর রহমানের ভয়ে পুরো হালিশহর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কেউ মুখ খুলতে সাহস করত না। ভুক্তভোগীরা দাবি করেছেন, মাহাবুবর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিকভাবে রক্ষা পেয়ে আসছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর তদন্ত করা হচ্ছে এবং যথাযথ প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, চট্টগ্রামকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং দোষীদের আইনের আওতায় আনবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!