বাঁশখালীতে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার বৃক্ষরোপণ ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালীতে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষায় “দেড় হাজার চারা রোপণ ক্যাম্পেইন” উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জুন) পৌরসভার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট জাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন রুয়েটের মেধাবী শিক্ষার্থী ও কার্যকরী পরিষদ সদস্য মাঈন উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই এবং এই প্রজন্মের এমন উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। পরে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের হাতে চারা বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক হামেদ হাসান ইলাহী, ভূমি কর্মকর্তা মিজানুল কবির, ফাউন্ডেশনের সদস্য কাশেম সিকদার, আনিসুর রায়হান, সাইফুল আজম ও মুবিনুল হক। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই বৃক্ষরোপণ ক্যাম্পেইনের মাধ্যমে ফাউন্ডেশন পরিবেশবান্ধব সমাজ গঠনে নিজেদের ভূমিকা তুলে ধরেছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!