জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃ/ত্যু

 

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃ/ত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামে এ ঘটনা ঘটে।

নি/হ/ত রা হলেন, উপজেলার ভাদসা ইউপির সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (০৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (০৭) বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। একপর্যায়ে গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত দু’জনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!