চট্টগ্রাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ঘোষিত দেশীয় ফলের চারা বিতরণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চকবাজার পার্সিভিল পাহাড়ে একটি পেয়ারা চারা রোপন এবং ছাত্র, শ্রমিক, আলেমসহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে পেপে, পেয়ারা, লেবুসহ দেশীয় ফলের চারা বিতরণ করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর
স্বতঃস্ফূর্তভাবে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এসময় আরও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের আমীর শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, নুর হোসেন প্রমুখ।
মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ হলো ফলের দেশ, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রঙে, রসে ও স্বাদে অনন্য সত্তর রকমেরও বেশি ফল আমাদের দেশে পাওয়া যায়। ফরমালিনযুক্ত বিদেশী ফলের উপর নির্ভরতা কমিয়ে আমাদেরকে দেশি ফল খাওয়ার ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে। দেশীয় ফলের চাষ করে ভিটামিন, খনিজ, ফাইবারসহ এন্টিঅক্সিডেন্ট উপাদান সরবরাহ করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে দেশীয় ফলের কোন বিকল্প নেই। ব্যাপকভাবে দেশীয় ফলের চাষ করে আপামর জনসাধারণের মাঝে সহজলভ্য ও সস্তায় প্রাপ্তি নিশ্চিত করতে হবে। পেয়ারা, পেঁপে, লেবু, আমলকি, আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, জামরুল, বেল, কদবেল, জাম্বুরা, তরমুজসহ নানা জাতের দেশীয় ফলের ব্যাপক চাষাবাদ দেশের অর্থনীতি এবং পরিবেশের উপরও উল্লেখযোগ্য অবদান রাখবে ইনশা-আল্লাহ্।