প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই নানা ধরনের ষড়যন্ত্র ও বাধা সামনে চলে আসছে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই উদ্যোগকে বাধাগ্রস্ত করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, সরকার এসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করছে।
বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা, পর্যবেক্ষক সংস্থার ভূমিকা এবং সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নিয়েও আলোচনা হয়।