গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন স্থানীয় দৈনিক *প্রতিদিনের কাগজ* পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুহিন তার পরিবারের সঙ্গে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। ঘটনার রাতে তিনি মসজিদ মার্কেটের এক চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তুহিন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার আগে তুহিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য’ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। অনেকে ধারণা করছেন, এই ভিডিওর সূত্র ধরেই হয়তো তার ওপর হামলা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
ঘটনার খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, “তুহিনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তার মরদেহ উদ্ধার করি। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে গাজীপুরের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।