গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যা ….

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যা: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিবাদ সভা ও মানববন্ধন

 

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ 

গাজীপুরে নির্মমভাবে খুন হয়েছেন দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। গত ৭ আগস্ট, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দিনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তাকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ বর্বরোচিত ঘটনায় দেশজুড়ে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার নীতিনির্ধারক পরিষদের সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, সহ-সভাপতি আলী আজগর ইমন, যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোঃ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, ছাব্বির আহমেদ সেন্টু, সহকারী মহাসচিব মোঃ নাজমুল হুদা, সরকার জামাল, প্রিয়াঙ্কা ইসলাম, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ সানবির হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার সচিব এ কে নান্নু খান, প্রশিক্ষণ সচিব শাহবুদ্দিন গোলদার, মহিলা বিষয়ক সচিব আমেনা আক্তার, রাবেয়া আক্তার সুইটি, আইন সচিব অ্যাডভোকেট মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবন, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ আতিকুল ইসলাম, লিটন মিয়া, মোঃ রাসেল মিয়া প্রমুখ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন ঢাকা বিভাগীয় সভাপতি আনিছুর রহমান প্রধান, রাজশাহী বিভাগীয় সভাপতি নূরে ইসলাম মিলন, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা মহানগর সভাপতি মোঃ শাহআলম স্বপন, সাধারণ সম্পাদক আহমেদ আলী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, রোকসানা আক্তার মজুমদার, এরশাদউল্লা, জিএস মামুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “সময়ের সাহসী কলমযোদ্ধা রক্তস্রোতে নিভে গেলেন। এ হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, বরং মুক্ত সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর এক ভয়াবহ আঘাত।”

প্রতিবাদ সভা থেকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করেন, হত্যাকারীরা যদি দ্রুত আইনের আওতায় না আসে, তাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
সাংবাদিক সমাজের এই গণজমায়েত ও প্রতিবাদ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘দোষীদের গ্রেফতার করো’ ইত্যাদি স্লোগানে মুখরিত করেন প্রেসক্লাব চত্বর।

 

 

ভিডিও লিংক:

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!